দাগনভূঁঞা বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানরঞ্জন কুরীর বেত্রাঘাতে আব্দুল আউয়াল নোমান (১২)নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সে উক্ত বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত নোমান আজিজ ফাজিলপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ এর ছেলে।
বুধবার বিকালে আহত নোমানের পিতা মোঃ আব্দুর রশিদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবর লিখিত অভিযোগে জানায়, আমার ছেলে আব্দুল আউয়াল নোমান ৬ষ্ঠ শ্রেনী রোল-৩১ বদরের নেছা উচ্চ বিদ্যালয় অধ্যয়নরত। আজ ১লা আগস্ট ২০১৮ তারিখে আমার ছেলে স্কুলে গেলে সর্বেশেষ বিষয়ে ক্লাসে স্কুলের জানালা দিয়ে থুথু ফেলার কারনে উক্ত্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে নির্মমভাবে বেত্রাঘাত করে গুরুতর আহত করে। ফলে আমার ছেলের সমস্ত শরীরে বেত্রের দাগ বসে যায় এবং সারা শরীল ফুলে যায়। বেত্রাঘাতের কারনে আমার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ীতে ছুটে এসে আমাকে দেখায়। তার এমন অবস্থা দেখে আমি খুবই কষ্ট পাই। এমাতবস্থায় সু-বিচার প্রত্যাশায় মহোদয়ের দ্বারস্থ্য হয়েছি। ( দেওয়ান)
