বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় বাকেরগঞ্জের সাংবাদিক জাকির হোসেন নান্টু (৩৫) নিহত হয়েছেন। সোমবার বেলা ২.৩০টায় দূর্ঘটনায় তার সাথে থাকা বোন লুনা আক্তার নদী (২৫) আহত হয়েছেন। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নান্টু বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের মোঃ আবদুল মোতালেব মিয়ার ছেলে। নিহত নান্টুর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টার। জানা যায়, গত রোববার বিকালে নান্টু তার মামাতো বোনকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যায়। সোমবার দুপুরে কুয়াকাটা থেকে মোটর সাইকেলযোগে বাকেরগঞ্জ ফেরার পথে কলাপাড়ার ঘুটাবাছা এলাকায় রাস্তায় এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিন জানান, নান্টুর ইন্টারনাল ইনজুরি থাকায় তাকে বরিশাল রেফার করার জন্য প্রথমেই বলা হয়েছিলো। কিন্তু দেরি করায় বিকাল ৫টায় নান্টু মারা যায়। কলাপাড়া থানার এস আই মোঃ আলমগীর হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে যান। তারা আহত নদীর সাথে কথা বলেছেন এবং নিহতের স্¦জনদের খবর দিয়েছেন। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে নান্টুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
